প্রকৃতি

বানরলাঠি গাছ

প্রকৃতির মধ্যে শান্তি আছে, পবিত্রতা আছে আর আমরা তাই বারবার তার কাছে ছুটে যাই। আমাদের মনের মধ্যেই এক চিরসবুজ আছে অথচ আমরা তাকে খুঁজে পাই না।

বানরলাঠি গাছটা
হলুদ ফুলে ভরে রয়েছে
সকালবেলা একে দর্শন করা পবিত্র
বন্ধু বলেছে আমি জানতাম না।

রোজ সকালে পার্কে হাঁটতে গিয়ে
হাজারো গাছের মধ্যে একটি গাছকে
জড়িয়ে ধরি, শান্তি পাই
সে গাছের নাম ও জানি না
সে ও কি আমাকে জড়ায়
বুঝতে পারি না।

সবুজের মাঝে এক প্রশান্তি আছে
স্নিগ্ধতা আছে, ভালোলাগা আছে
আমাদের মনটাও বড় সবুজ
খালি চোখে দেখা যায় না
জানলে মনের মাঝেই বিচরণ করতাম
বানরলাঠি গাছটা পবিত্র, জানতাম না।