প্রকৃতি

বর্ষণমুখর সন্ধ্যা

বর্ষণ্মুখর সন্ধ্যা
আলো আঁধারিতে লুকোচুরি
রামধনু রং বৃষ্টির ফোঁটা,
সবুজাভ রক্তিম আকাশ,
মাটির সোঁদা গন্ধ, মেঘের গর্জ্জন
ভেকের ঐকতানের যুগলবন্দী।

মাঝে মধ্যে দমকা বাতাসে বয়ে আনা
বৃষ্টির পরশে সিক্ত শরীর।
তির তির করে বয়ে যাওয়া বৃষ্টির জল,
কচি কাচাঁদের পরম উল্লাস
ছোট্ট কাগজের পালতোলা নৌকার
দিশাহীন সফর।

চুপ করে বসে থাকা ভিজে কাক
রাস্তার গর্তে জমে যাওয়া জল
রংবেরং ছাতার শোভাযাত্রা
দূর থেকে ভেসে আসা বুনো ফুলের
নেশা ধরানো সুবাস।
বৃষ্টির একটানা সুরে বীণার ঝংকার।

মন উদাস করে দেওয়া বৃষ্টির সন্ধায়
ব্যালকনীতে একাকী আমি,
বিষণ্ণ, উদাসীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *