বসন্ত
কোকিলের কুহুতানে
বসন্ত কেঁদে যায়
এই শহর কলকাতায়,
সারি সারি ইমারতে ভরা
কংক্রীটের জঙ্গলে,
লাখ লাখ মানুষের ভীড়ে
নিঃশ্বাসে প্রশ্বাসে হাওয়ায় হাওয়ায়।
এখানে ঋতুরাজের
নেই কোন কদর,
কেউ চেনে না তাকে হায়।
মন বলে এখানে নেই কিছু
বসন্তের ছোঁয়া এক অজানা শব্দ,
কোকিলের ডাকে তাই নির্লিপ্ত শহর
বসন্তের ঘ্রাণ মৃত বিষাক্ত ধোঁয়ায়।
এ শহরে আছে শুধু কিছু
দৃষ্টিহীন, মনহীন, হৃদয়হীন প্রাণ,
শীর্ণ, রিক্ত বসন্ত কেঁদে ফেরে তাই
শহরের অলি,গলি, দরজায়, দরজায়
যদি কেউ তার ডাকে সাড়া দেয়।