বসন্তের সন্ধ্যা
শহরের বুকে এক বসন্তের সন্ধ্যা
বসন্তের পড়ন্ত সন্ধ্যা
বাতাসে হালকা হিমেল আমেজকু
অজানা অচেনা ফুলের মিষ্টি গন্ধ।
পার্কের ঝলমলে নিয়নের আলোয়
উদভ্রান্ত পক্ষী্কু লের কিচিরমিচির
শুকনো পাতা মাড়িয়ে চলার মচমচ শব্দ
মাঠের মাঝে যুবক যুবতীদের জটলা
থেকে থেকে উচ্চৈস্বরে হাসির আওয়াজ
দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘন্টাধবনি
বৃদ্ধ দম্পতির পাশাপাশি ধীরে পথ চলা
প্রেমিক যুগলের একান্তে চুপিসাড়ে কথা বলা
ক্লান্ত শরীরে কাজ সেরে বাড়ী ফেরা
বসন্তের আরও একটা দিন
নিঃশব্দে চলে যাওয়া।