প্রকৃতি

বাতাসের কথা

বাতাসের শনশন শব্দে
কান পেতে থাকি।
কত কথা সে বলে যায়
নিরন্তর অবিরাম,
দিকদিগন্ত থেকে বয়ে আসা
জীবনের কথা,
মানুষের প্রাণের কথা।

আজ, বাতাসের শনশন শব্দ নেই,
তবু কান পেতে থাকি।
বাতাস কোনও কথা বলে না।
সে আজ বড় দুখী,
তার জীবনের কথা কেউ আজ শোনে না।