প্রকৃতি

ভালো ছিল

গ্রামের মেঠো রাস্তাগুলো
এখন সব কংক্রিটে মোড়া
শক্তপোক্ত ঝাঁ চকচকে
যাতায়াতের অসুবিধা নেই আর।।

তবু কেন জানি না
মন বড় কেমন করেব
মাটির গন্ধটা আর পাই না
কাদামাখা পা গুলো
চোখে পড়ে না আর
ব্যাঙ শামুক ঝিঝির দল
সব  গেছে হারিয়ে
চেনা গাছগুলো পড়েছে কাটা।

গ্রামটা শহরের সাজে  সেজেছে
রাস্তায় ঝলমলে নিয়নের আলো
তুলসী তলায় সন্ধ্যে প্রদীপ সেও নেই
আগের গ্রামটাই যেন ছিল বড় ভালো
কষ্ট ছিল কিন্তু ছিল প্রাণ
তারই বড় অভাব এখন।