প্রকৃতি

ভালো-লাগা

ফুল বড় ভা্লো লাগে
তবে সে চেনা ফুল নয়, অচেনা ফুল
যারা অনাদরে অযত্নে ফুটে থাকে রাস্তার ধারে
মাঠে, ঘাটে, বনে, জঙ্গলে,জলে
অথবা কোনও চেনা পথের বাঁকে
বা পাহাড়ের দুর্গম এক ফাঁকে
সেই জংলী ফুলদের বড় ভালো লাগে।

তারা বন্য হলেও রংবাহারী
এলোমেলো বাতাস তাদের ছুঁয়ে যায়
অঝোর ধারার বৃষ্টি তাদের ধুয়ে দেয়
সূর্য্যের আলোর আদর কেউ পায়, কেউ পায় না
মানুষের বাহারী সজ্জায় বা পূজোর বেদীতে
কখনও তাদের ডাক পড়ে না
তারা ফুটে থাকে মনের আনন্দে
সেই আনন্দি ফুল বড় ভালো লাগে।

মন যখন খারাপ লাগে
রাস্তা-ঘাটে, বন বাদাড়ে
ঘুরে বেড়াই আপন মনে
বন্য ফুলেদের খুঁজি, তাদের সাথে কথা বলি
তাদের সরলতা মুগ্ধ করে
নিজেকে ওদের রঙে রাঙিয়ে নিই
মন-প্রাণ আনন্দে ভরে ওঠে
একরাশ ভালবাসা নিয়ে আসি ফিরে।

অচেনা ফুল বড় ভাল লাগে।