বিচ্ছিরি এক হাওয়া
বিচ্ছিরি এক হাওয়া
শান্ত দিনের সবুজ মনের
রংবাহারী ফুলের মাঝে
হঠাৎ চমকে যাওয়া।
ছন্দপতন কেনো যে ঘটালি
সব এলোমেলো করে দিয়ে গেলি
পলাশ ফুলের লাল গালিচা
হাওয়ায় উড়িয়ে নিয়ে।
কুৎসিত এক গোমড়া মুখো
চালচুলো নেই অনাহূত
বেয়াদপী আর বেহায়াপনায়
মন খারাপ হয়ে যাওয়া।
যা চলে তুই দেশান্তরে
দূরের কোনো মরু প্রান্তরে
চাই না তোকে এই শহরে
বিচ্ছিরি এক হাওয়া।