প্রকৃতি

বিষণ্ণ বিকেল

সবারই জীবনে মাঝেমধ্যেই এক বিষণ্ণ বিকাল আসে যখন কোনও কিছুই যেন ভালো লাগে না জীবনটা অর্থহীন মনে হয়, মনটা বড় উদাস থাকে। আকশটাও মেঘলা, বৃষ্টি হবে হবে করেও হয় না, গুমোট দমবন্ধ পরিবেশ, ঠিক মনের মতন, বিষণ্ণ আকাশ, বিষণ্ণ বিকেল। বৃষ্টি হলে, আকাশে ঝলমলে রোদ উঠলে, আকাশের বিষণ্ণতা কাটলে হয়তো বা বিকেলের বিষণ্ণতা কেটে মুখে হাসি ফুটতো। বিষণ্ণ বিকালের সাথে কি বিষণ্ণ মনের ও যোগ আছে? জানি না।

মন খারাপ করা বিকেল
আকাশের মুখ ও মেঘে ঢাকা
ন্যাড়া গাছের ডালে বসে
ঘুঘুটা অনবরত ডেকেই চলেছে
সাথী কে খুঁজছে বোধহয়।

একটা ছেলে ঢিল ছুঁড়ে
ঘুঘুটাকে তাড়িয়ে দিল
মনের বিষণ্ণতাকে কে তাড়াবে?
সেটা তো মনের ডালে বসেই আছে
ঢিল মারবার কেউ নেই।

আকাশের গোমড়া মুখ
কেটে যাবে বৃষ্টি হলে
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে
ঘুঘুটা সাথীকে কি খুঁজে পেয়েছে?
ছেলেটা ঘুঘুটাকে কেন যে তাড়ালো।