বিষণ্ণ কোনও সন্ধ্যায়
আলো আঁধারির খেলার মাঝে
হঠাৎ যদি বৃষ্টি নামে
ঝরতে থাকে অঝোরধারায়
সময় যেন থমকে দাঁড়ায়
সেইখানে সেইক্ষণে।
উদাসীনতায় যায় ভরে মন
কিছুই যেন লাগে না ভালো
চুপ করে শুধু বসে থাকা
হাওয়ায় ভিজে প্রকৃতিকে দেখা
থেমে যেন সবকিছুই
থেমে গেছে জীবন
সেইখানে সেইক্ষণে।