বহুদিন বাদে বৃষ্টি
বহুদিন বাদে বৃষ্টি নামলো
নামলো আকাশ জুড়ে
গরমে হাঁসফাস মানুষ প্রাণীকুল
গাছপালা ঘাস গেছে শুকিয়ে
পুকুরগুলোও যেন পচা ডোবা
অবশেষে নামলো বৃষ্টি
নিয়ে ভেজা শীতল হাওয়া
হাওয়ায় মাটির সোঁদা গন্ধ
ছোটবেলার স্বপ্ন ভেসে আসা
বৃষ্টি ভেজা দিনের মাঠে দাপাদাপি
ভেজা, খুব করে ভেজা
আকাশটা এখনও ভীষণ মেঘলা
ঝরঝর ঝরে শ্রাবণধারা
তাপিত পৃথিবী তাপিত মন
শান্ত এখন শান্ত
সারাদিন ধরে বৃষ্টি ঝরুক
জলে থৈ থৈ হোক চারিদিক
একূল ওকূল সব যাক ভেসে
ভাসুক স্বপ্নের ডিঙ্গা।