প্রকৃতি

বোঝা ভার

প্রখর গ্রীষ্মে সূর্য্যের দাবদাহে চারিদিক শুষ্ক, নিস্তেজ কোথাও যেন প্রাণের চিহ্ন মাত্র নেই কিন্তু এরই মাঝে অদভুত বৈপরীত্য, পলাশের বনে যেন আগুন লেগেছে, লাল ফুলে ছেয়ে আছে চারিদিক। পৃথিবী যখন রৌদ্রদহনে ধুঁকছে তখন পলাশ বনের এই রূপ হর্ষে না প্রতিবাদের যন্ত্রণায় বোঝা ভার।

সূর্য্যের দাবদাহে মাঠ ঘাট ফুটিফাটা
গাছপালা নিস্প্রভ, নিস্তেজ
পাখিকুল নিশ্চুপ, চুপচাপ
জ্বলে, পুড়ে চারিধারে শ্মশানের শূণ্যতা
পলাশের বন শুধু লালে লাল
কি কারণে তাদের এত হর্ষ
বোঝা দায়, সত্যি বোঝা ভার।

রাতের তারারাও যেন
বড় বেশী উজ্জ্বল
নীলাকাশ হয়ে গেছে লালচে
এক ফালি কালো মেঘ
আকাশে বেড়ায় ভেসে
বলে, দলবল নিয়ে একদিন আসবে

পলাশের বন শুধু লালে লাল
হর্ষ না যন্ত্রণা বোঝা ভার।