প্রকৃতি

বর্ষ বিদায়

আসা আর যাওয়া
আনন্দ আর বিষাদের মেলবন্ধন
নূতনের পদধ্বনি ওই শোনো
বিদায় নিচ্ছে পুরাতন
ক্ষণিকের জন্য মুখোমুখি হয়ে
তারা কানে কানে কি বলে কে জানে
সব কিছু আছে লেখা
বিধাতার খাতায়

হিসাব নিকাশ করে লাভ নেই
লাভ ক্ষতি তোলা থাক স্মৃতির কোঠায়
বর্তমানে থাকুক বর্তমানে
নবীন বরণ হোক আনন্দে উচ্ছ্বাসে
পুরাতন না হয় নিক নিঃশব্দে বিদায়
সময় দাঁড়িয়ে ঠিক এক জায়গায়।