প্রকৃতি

ছন্দপতন

গতানুগতিকতার মধ্যে একটা একঘেয়েমী আছে, একটা বিষাদ, মন খারাপ করা আছে, বৈচিত্রের খোঁজে ঘুরে ফেরে মানুষ। এই একঘেয়েমীকে, এই গতানুগতিকতাকে যদি একটু ঘেঁটে দেওয়া যেত, একই রূপ অন্য আঙ্গিক পেত আবার নতুন ভাবে সবকিছু চোখের সামনে ধরা দিত।

আকাশটা আজ বড় নীল
খটখটে শুকনো
এত নীল আবার ভালো লাগে না
সাদা, কালো, লাল কিছুর ছোঁয়া থাকতো
একটা বৈপরীত্য একটুকরো ছোট্ট প্রতিবাদ
না হলে ছোট্ট আলাদা ভালো লাগা
যা কিছু হতে পারতো, কিন্তু শুধু নীল
এই একঘেয়েমী ভালো লাগে না।

ভালো লাগে না তো অনেক কিছুই
কিন্তু সত্যি ভালো লাগতে পারতো
যদি সবকিছু একঘেয়েমী নেড়েচেড়ে দেওয়া যেত
খানিকটা ঘেঁটে দেওয়া যেত
ঠিক যেমন সুন্দর পরিপাটী ফুলের বাগানে
একটা জংলী অথচ ভীষণ উজ্জ্বল বুনো ফুলের গাছ
সব চোখ কিন্তু তার দিকেই যেত
একটা ছন্দপতন, নিজের মতন, খুব ভালো লাগতো।