ছোট্ট পাখী
ছোট্ট এক ধূসর রঙের পাখী যে রোজ এসে গান শোনায়।
গাছের ডালে বসে এক
ছোট্ট ধূসর রঙের পাখী
আগে কোনও দিন দেখিনি
নাম ও জানি না
কিছু একটা হবে।
এ ডাল থেকে ও ডাল
খালি লাফিয়ে বেড়াচ্ছে
মাঝে মধ্যে মিষ্টি ডাকছে
সঙ্গীকে খুঁজছে হয়ত
অথবা নিজের মনে গাইছে গান
বেলা হয়ে এল শেষ
এবার ও যাবে ফিরে
নিজের শান্ত ছোট্ট নীড়ে
নাম না জানা ছোট্ট পাখী
কালকে আবার এস ফিরে।