চিল

একটা চিল
একটা একাকী চিল
উড়ছে আকাশে, ভাসছে বাতাসে
খুব উঁচু দিয়ে
খুব নীচু দিয়ে
উড়তে উড়তে বেড়াচ্ছে খুঁজে
একটু খাবার না একটা সাথী
সেই শুধু জানে
সেই শুধু জানে।
শীর্ণকায় হাড় জিরজিরে
একাকী চিল উড়ছে আকাশে
বিষ বাস্পে বুক ভরে আছে
বাকী চিলগুলো কোথায় যে গেছে
খালি শবে ভরা এই পৃথিবীতে
মাটিতে নামতে ভয় পাচ্ছে
উড়ছে আকাশে, ভাসছে বাতাসে
একটা চিল
একটা একাকী চিল।