প্রকৃতি

চোখে নেই ঘুম

চোখে নেই ঘুম
নিশুতি রাত জোৎস্নায় মাখামাখি
মনের অগোচরে আনমনে বসে থাকা
রাতজাগা এক বেখেয়ালী ক্লান্ত পাখী

পৃথিবী যেন গিয়েছে গভীর ঘুমে
চারিদিক চুপ একেবারে শূনশাণ
হৃদয়ের কোণে পুরানো গভীর ব্যথা
ভুলে যাওয়া স্মৃতি, কিছু সময়ের কথা
বারবার ওঠে জেগে।

স্ময়ের সা্থে একান্তে কথা বলা
আকাশের চাঁদ সাক্ষী থেকো তুমি
পূব আকাশে রক্তিমতার আভা
রাত বলে যাই, এবার আসি আমি।