চলা
আকাশটা বেশ মেঘলা ছিল
বুঝতে পারিনি যে বৃষ্টি হবে
বেড়িয়ে পড়েছিলাম নিজের মত করে।
কোন একটা গন্তব্য নিশ্চয়ই ছিল
কিন্তু সেটাও ছিল ঠিক আমার মতন
বেড়িয়ে পরা, উদ্দেশ্যহীনভাবে চলতে থাকা
ঠিক যেমন মাঝিবিহীন নৌকা
মাঝদরিয়ায় এদিক ওদিক ভাসতে থাকে, দিশাহীন
ঠিক তেমনি।
হঠাৎই হুড়মুড়িয়ে নামলো বৃষ্টি
ইচ্ছে হলেই পারতাম দাঁড়াতে
কোনও গাছের তলায়
নতুবা কোনও বাড়ীর কার্নিশের নীচে
বা অন্য কোথাও পারতাম দাঁড়াতে
তবু দাঁড়ালাম না।
অঝোরধারায় বৃষ্টি মাথায় নিয়ে
ভিজতে ভিজতে চললাম এগিয়ে
অথচ আমার কোথাও যাওয়ার ছিল না
কোথাও যাবার কোনও তাড়াও ছিল না
তবু চললাম পথকে সাক্ষী করে।
বৃষ্টিকে সঙ্গী করে
শুধু ছিল পথ চলার অদম্য বাসনা
কোথাও একটা পৌঁছাব নিশ্চয়ই।