চলে যাবো একদিন
কোথাও যেতে পারলে হতো
শান্ত নিরিবিলি সবুজ কোনও স্থানে
সেখানে থাকবে পাহাড়ী রাস্তা
ছোট বড় সার সার পাহাড়ের সারি
বনজঙ্গলে ভরা, পাখীর ডাকে মুখরিত।
পাহাড়ের পাদদেশ দিয়ে তিরতির করে বয়ে যাবে
নুড়িভরা খরস্রোতা নদী
পাহাড়ী ঝর্ণা ঝাঁপিয়ে পড়বে তার বুকে
সেখানে থাকবে আমার ছোট্ট কুটির
বসে বসে প্রকৃতির রূপ দেখবো।
ওখানে থাকবো শূধু আমি একা
নিজের সাথে নিজের মাঝে
ঊষার প্রথম আলো থেকে গোধূলির রাঙা আকাশ
নিশুতি রাতের ফিসফিসানি
সবার মাঝে মিশে থাকবো আমি।
চলে যাবো একদিন ঠিক চলে যাবো।