চোরা স্রোত
একটা চোরা স্রোত বইছে
নদীর জলে বা সাগরের অতলে
কোথাও একটা চোরা স্রোত আছে
জিজ্ঞাসা কর, কোন উত্তর নেই
চারিদিক চুপচাপ নিঝুম
চোরা স্রোত টা কিন্তু বইছেই।
এও হতে পারে চোরা স্রোতটা
বইছে কোন এক হতাশ মনের
গভী্রতম অন্তঃস্থলে।
নতুবা ধিকি ধিকি জ্বলা তুষের আগুনে,
অথবা নিশুতি রাতের কান্নায়
যা কিছু হতেই পারে।
একটা চোরা স্রোত
যাকে দেখা যায় না, শোনা যায় না
শুধু বোঝা যায়, অনুভব করা যায়।
জলে,স্থলে, অন্তরীক্ষে অথবা
দূর কোনও অচিন গ্রহের বুকে
চোরা স্রোতটা অনাদিকাল ধরে
বইছে, বয়েই চলেছে।