চড়ুইর দল
এককালে অনেক চড়ুই দেখা যেত।বাড়ীর আনাচে কানাচে মাঠে ঘাটে সর্ব্বত্র, চড়ুই এর মেলা বসে থাকতো। আসলে তখন অনেক গাছপালা ছিলো আর বাড়ীর গঠন টাও অন্যরকম ছিলো, বড় বড় জানালা, ঘুলঘুলি কত কিছু। আসলে ঘরের মধ্যেও ঘুলঘুলিতে চড়ুইদের বাসা বাঁধার জায়গা ছিলো। আমাদের বাসা বাড়ীতেও তো চড়ুই এর বাসা ছিলো। তারপর পুরানো বাড়ী ভেঙ্গে ফ্ল্যাট হল, গাছপালা কেটে কংক্রীটের জঙ্গল হল, চড়ুই গুলো ধীরে ধীরে কোথায় হারিয়ে গেলো। ইদানীং আবার তাদের দেখতে পাচ্ছি। ওরাও বোধহয় এর মধ্যেই বাঁচতে শিখে গেছে।আ
রান্নাঘরের ব্যালকনীর ধারে
ছোট মাঠটায়,
একদল হঠাৎ চড়ুই
দানা খুঁটে খায়,
কলরব করে।
আবার কি আগেকার ঘুলঘুলি
নবকলেবরে এল ফিরে?
কংক্রীটের জঙ্গলে পোঁতা
ছোট ছোট চারাগাছগুলি
ডালপালা বিস্তার করে
হয়েছে মহীরুহ,
চড়ুই দোয়েল শালিকের দল
পেয়েছে ভরসা তাই,
হারিয়ে গিয়েও তারা
ধীরে ধীরে আসছে ফিরে
শহর কলকাতায়।