ছুটে চলা

সুউচ্চ পর্ব্বতমালার তলায়
মহীরুহর ছায়ায় গ্রীষ্মের মধ্যাহ্নে
বিশ্রাম নিয়েছি আদুর গায়ে
অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছি
সীমাহীন মহাবিশ্বের বিশালতার দিকে
দিগন্ত বিস্তৃত সাগরের নোনা জলে
অবগাহন করেছি মাঝরাতে
তবু মন ভরেনি আমার
কিছু একটার খোঁজে চলেছি ছুটে
অতৃপ্ত বাসনা নিয়ে পৃথিবীর ঘেরাটোপে
বহুকাল, বহুকাল ধরে
ছুটে চলা, শুধু ছুটে চলা।