প্রকৃতি

দখিনা বাতাস

বহুদিন আসেনি দখিনা বাতাস
পাহাড়ের গা বেয়ে, নদীর তীর ছুঁয়ে
ফুলের গন্ধ নিয়ে,আসেনি বাতাস
,মন ভাল করা দখিনা বাতাস।

চারিদিকে এখন বারুদের গন্ধ
পান্তা ভাতের স্বাদ ও আজ বিস্বাদ
পরিচিত পরিবেশ গিয়েছে হারিয়ে
হারিয়ে গিয়েছে জীবনের আস্বাদ।

ভরা নদী গেছে কাঠ শুকিয়ে
আকাশটা যেন আজ ছেঁড়া ছেঁড়া
মনের ফানুস সব গেছে পুড়ে
সত্যি সব হয়ে গেছে মিথ্যা।

এককালে বইত দখিনা বাতাস
ভালবাসা, প্রেমের গান নিয়ে
প্রাণের ব্যপ্তি ছিল সর্ব্বত্র
আজ চারিদিকে শুধু বারুদের গন্ধ।