দেখে যাই
জীবনটা কত সুন্দর, দিন রাত প্রকৃতির খেলায় আনন্দের মেলা। তবু আমাদের কত আক্ষেপ, কত না পাওয়ার বেদনা। জীবনের কাছে আমাদের প্রাপ্তির কথা না ভেবে অপ্রাপ্তির কথা ভেবেই কেন যে সময় কাটে কে জানে।
একটি দিনের শুরু
একটি দিনের শেষ
কোথায় যে শুরু
আর কোথায় যে শেষ
সব যেন মরীচিকা
আলেয়ার পিছনে ছোটা।
এই যে জীবন
দিয়েছে অনেক কিছু
নেয়নি কিছুই
তবু কেন এত আক্ষেপ
বসে বসে ভাবি তাই
কাটে দিন দেখে যাই।