ঢেউ গোনা
সমুদ্র কত কথা বলে। প্রতিটি ঢেউয়ের মধ্যেই লুকিয়ে থাকে কত আবেগ কত স্বপ্ন। সমুদ্রের সামনে দাঁড়িয়ে মন হারিয়ে যায় কোন সুদূর জগতে, আবেগতাড়িত হয়ে পড়ে মন।
সমুদ্রের তীরে দাঁড়িয়ে একা
ঢেউ গোনার খেলা খেলছি
কিছু গুনতে পারছি, কিছু পারছি না
তাই বলে হাল ছেড়ে দিচ্ছি না
চেষ্টা চালিয়েই যাচ্ছি।
সামনে দিয়ে একে একে অনেক কটা
জেলে ডিঙা গেল ভেসে
ভাসতে ভাসতে ছোট হতে হতে
দিগন্তপারে তারা সব গেল মিলিয়ে
ঠিক ফেলে আসা দিনগুলোর মত।
একদৃষ্টে তাকিয়ে থাকি ওদিকে
ঢেউ গোনার দিকে খেয়াল নেই
নৌকাগুলো সব আবার আসবে ফিরে
পুরানো দিনগুলো ফিরে যদি পেতাম
উদাসী মন ভেসে বেড়ায়।