দিন রাত্রি

ক্লান্ত রাত্রির এখন
বিদায় নেবার পালা
দিনের কাছে আছে অঙ্গীকার,
আবার আসবে ফিরে সে
দিনের শেষে।
এ অঙ্গীকারের সাক্ষী
অনেকের সাথে,
আকাশের সূর্য্য আর
পাখীর কূজন।
আকাশের নীলিমা, সে ও জানে
দিন আর রাত্রি সখা তারা,
পৃথিবীর বুকে তারা
খেলা করে।
দিন রাত্রির যাওয়া আসা
সব কিছু সারে তারা
চুপিসাড়ে, নিঃসারে।
দিনের ব্যস্ততা
আর রাত্রির স্নিগ্ধতা্,
এরই মাঝে ঘোরে ফেরে
ছয় ঋতু।
তাদের রূপ আর পসরার
ডালি নিয়ে।
পৃথিবী সেজে ওঠে
নানান রঙে।
দিন আর রাত্রির সখ্যতা
চলেছে সৃষ্টির আদিকাল হতে।