প্রকৃতি

একদিন

শীতের সকাল
ঠান্ডা হিমেল হাওয়া
পরিষ্কার ঝকঝকে আকাশ
ডাহুক পাখির ডাক
কাঁচা মিঠে রোদ
এক কাপ গরম চা, তোফা।

প্রবাহমান সময়
ছোট্ট একটা জীবন
কিছু পাওয়ার আনন্দ
কিছু হারানোর বেদনা
পাশাপাশি পথ চলা
জীবনের একরাশ গল্প, বলা।

বাঁচার হিসাব
শেষ থেকে শুরু
না, শুরু থেকে শেষ
কোনটা যে ঠিক
শুধু ভেবে যাওয়া
টুক করে ঝরে পড়া, বাস্তব।