প্রকৃতি

একদল সবুজ পাহাড়

একদল সবুজ পাহাড় ছিলো
কোথায় ছিলো সেটা মনে নেই
তবে ঘর থেকে একটু দূরে
চোখের সামনে অথচ হাতের বাইরে
একদল সবুজ পাহাড় ছিলো।

রোজ সকালে ঘুম থেকে উঠে
জানলা দিয়ে তাদের দেখতাম
কি সুন্দর লাগতো তাদের
তারা যেনো ডাকতো আমায়
আবেশে ভরা খুব মোহময়
একদল সবুজ পাহাড় ছিলো।

একদিন ভোর সকালে পড়লাম বেড়িয়ে
শহর ছাড়িয়ে গ্রামের মেঠো পথে
শীতের আবেশে ভোরের সুবাসে
হেঁটে চলেছি তো চলেছিই
যত যাই তারা তত যায় দূরে সরে
একদল সবুজ পাহাড় ছিলো।

দিন যায়, রাত যায়, বছর যায় ঘুরে
পৌঁছাতে পারিনি আজ ও সেখানে
রোজ সকালে মনের জানলা খুলে
দেখি একদল সবুজ পাহাড় ওই দূরে
ডাকে আমায় আয় কাছে আয়
একটা সবুজ জীবনের সন্ধানে

একদল সবুজ পাহাড় ছিলো।