একটা রাত
গভীর রাতে কোনও এক অস্থির চিন্তা ঘুম থেকে তুলে ব্যালকনীতে দাঁড় করিয়ে দেয়। দুটি চোখ বেড়ায় খুঁজে জীবনের অতৃপ্ত কামনা বাসনাগুলিকে। খুঁজে বেড়ায় গভীর রাতের নিকষ কালো শান্ত সমাহিত রূপের মধ্যে। জীবনের সাথে সাথে সময় বয়ে চলে নিঃশব্দে।
গভীর নিস্তব্ধ রাত
ঘড়ির কাঁটায় ঠিক বাজে দুটো
বারান্দার ব্যালকনীতে দাঁড়িয়ে
এক পার্থিব শরীর
উদাসীন ভাবে তাকিয়ে দূরে
ভাবে রাত কেন এত কালো।
দূর থেকে আসে ভেসে
কুকুরের একটানা চীৎকার
রাতের প্রহরীরাও আছে
গভীর ঘুমে
চাঁদের আলোর সাথে রাস্তার আলো
মিলেমিশে হয়ে আছে একাকার।
শুধু একজোড়া চোখে নেই ঘুম
কালোর মধ্যে বেড়ায় খুঁজে
জীবনের আলো
সময় যায় বয়ে পিচঢালা
রাস্তার গায়ে এঁকেবেঁকে
একটা রাতের ছবি যায় এঁকে।