ফাগুণ
ফাগুনে প্রকৃতির যে রূপ লেখকের কল্পনায় সে আরও রঙ্গীন, বাংময়। ছন্দে, বর্ণে প্রকৃতি এক অনিন্দ্য সুন্দর রূপ ধারণ করেছে। রংবাহারী ফুলের মেলা, পলাশ, শিমূলের বন লালে লাল, চারিদিকে এক প্রেমের ছোঁয়া। পৃথিবীটা আরও প্রাণবন্ত ও মোহময় হয়ে উঠেছে।
ফাগুণের বুকে আগুন ধরেছে
চারিদিক লালে লাল,
রঙবেরঙা ফুলের বাহার
বাতাসও গন্ধে মাতাল।
নতুন সাজে প্রকৃতি সেজেছে
মনেতে লেগেছে দোলা,
কানেকানে যেন কানাকানি করে
যুগলের প্রেমলীলা।
কুহু কুহু রবে সকাল সন্ধ্যা
ভেসে যায় চারিধার,
বাঙময় হোক, প্রাণময় হোক
এ পৃথিবী বার বার।