নিজেকে ফিরে পাওয়া
আমরা আমাদের চোখের সামনে থাকা অনেক কিছুই খেয়াল করি না অথচ রোজ তাদের দেখছি, তাদের আ শপাশ দিয়ে ঘুরছি। হঠাৎ একদিন খেয়াল পড়লে দেখি হয় সেটি ওখানে নেই বা থাকলেও আগের মত যেন নেই যাকে আমি চিনতাম। হয়তো এটা আমার সঙ্গেই হয় বা অন্য কারুর অভিজ্ঞতাও একই রকম জানি না।আমার ছোট্ট ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনীতে টবে কিছু গাছ লাগিয়েছিলাম। কিছুদিন দেখভাল করার পর কর্ম্মব্যস্ততায় তাদের ভুলেই গিয়েছিলাম, অথচ রোজ সকালে ব্যালকনীতে আমি আসি, একটু সময়ের জ্ন্য হলেও। সেদিন হঠাৎ খেয়াল করলাম যে গাছগুলো কত বড় হয়ে গেছে, ফুলে ফুলে ভরে গেছে, সব যেন আমার অগোচরে। খুব অবাক লাগলো ভেবে যে কেন তাদের বড় হওয়া আমি লক্ষ্য করিনি। হয়তো আমার উদাসীনতায় তারা আঘাত পেয়েছে কিন্তু কিছু বলেনি, চুপ করে থেকেছে। সেদিন অনেকক্ষণ তাদের পাশে বসলাম, তাদের স্পর্শ করলাম এবং তারাও যেন আগের মতই আমায় আদর করলো, আমিও ফিরে পেলাম নিজেকে।
আজকাল আর বসা হয় না
বসা হয় না বারান্দার গাছগুলোর কাছে
বহুদিন কোনও কথাও হয় নি
অথচ তার কোনও কারণই নেই
ওরা তো চুপই থাকে, যা ওদের স্বভাব
আমিও কেমন যেন চুপ মেরে গেছি।
ব্যালকনীর টবে রাখা অপরাজিতা গাছটা
সারা গ্রীল আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে
নীল ফুলে চারিদিক ছয়লাপ
কিছুদিন আগেও তো এক ছোট্ট চারাগাছ ছিল
এর মধ্যেই ওর মনে রং লেগেছে?
কতদিন, কতকাল যে আনমনা ছিলাম
লক্ষ্মীজবা ফুল গাছটাকে কিনেছিলাম মেলা থেকে
পরের দিন একেবারে নেতিয়ে গিয়েছিলো
ভেবেছিলাম আর বাঁচবে না
সেটাও তো দেখি ছোট ছোট লাল ফুলে ভরা
রোজই নিশ্চয়ই এরকম সুন্দর ভাবে ও সাজে
আমিই শুধু খেয়াল করি নি
অন্যান্য গাছগুলোও বেশ বড় হয়ে গেছে
অনেকদিন কি ওদের দেখিনি, তাও তো নয়
রোজই তো ব্যালকনীতে কয়েকবারই আসি
খানিকক্ষণ দাঁড়াই বা চেয়ারে বসে থাকি
মনটা এদিক ওদিক বেড়ায় ছুটে
চোখের সামনেই ওরা আছে কিন্তু খেয়াল করি নি।
আজ সকালবেলা উঠে তাই ওদের কাছে গেলাম
পুরানো সখ্যতা টা আবার ঝালিয়ে নিতে
ওরা কি অভিমান করেছে? হয়ত বা
তবুও আমার ডাকে বরাবরের মতনই সাড়া দিল
আমাকে আগের মতই ভালবাসলো
জড়িয়ে ধরল, আদর করল, কত কিছু বলল।
বহুদিন বাদে পেলাম কোমল নিষ্পাপ স্পর্শ
ওরা একজায়গাতেই ছিলো, আমিই গিয়েছিলাম হারিয়ে
বহুদিন, বহুদিন বাদে নিজেকে পেলাম ফিরে।