প্রকৃতি

গাছ

এখানে গাছের সাথে নিজের একাত্ম হওয়ার ছোট্ট একটি চিত্র তুলে ধরা হয়েছে।

গাছের ছায়ার সাথে
আমার ছায়া মিলে
একখানা ছায়া হয়ে গেছে,
প্রাণদুটি মিলেমিশে একাকার।

সেই থেকে স্থাণুবৎ দাঁড়িয়ে
দুই হাত বাড়িয়ে আকাশের পানে
উষ্ণ মাটির ঘ্রাণ, শীতল হাওয়ায়
বর্ষার সুধাধারা গায়ে মেখে

চীৎকার করে বলি হে বিশ্বপিতা
পরের জনমে জন্মাই যেন গাছ হয়ে