প্রকৃতি

ঘুম পাখী

ঘুমিয়ে আছে ঘুম পাখী
ঘুমাতে দাও, তাকে জাগিও না
পাগলা কোকিল টা সারারাত চেচাঁয়
ভাবে কংক্রীটের জঙ্গলে বসন্ত এসেছে।

আকাশের চাঁদ আজ মুখ ঢাকে লজ্জায়
তার জ্যোৎস্নার আলো ফিকে নিয়নের কাছে
এখন তো রোজই পূর্ণিমা, চন্দ্রযান আকাশে
মানুষ তাল ঠুকছে প্রকৃতির সাথে।

ঘুম পাখীকে জাগিও না, ঘুমাতে দাও
জীবনটা যাক কেটে ঘুমের ঘোরে।