প্রকৃতি

গভীর রাতের বৃষ্টি

গভীর রাতে ঝোড়ো হাওয়ার তালে তালে
নামল তুমুল বৃষ্টি
গাছগুলো সব ছিলো গভীর ঘুমে
আচমকাই উঠল জেগে
আমি কিন্তু জেগেই ছিলাম।

বৃষ্টি-স্নাত গাছের পাতায় চাঁদের আলো
লাগছিলো যে ভীষণ ভালো
যেন হাজার হীরের দ্যুতি করছে ঝিকিমিকি
আকাশের তারার সব মর্ত্যে এলো বুঝি
জেগে জেগে সব দেখেছি।

বৃষ্টি কখন গেছে থেমে চুপিসারে
আকাশে নেই মেঘের মেলা
নিশুতি রাত বলে এবার যেতে হবে
কালকে আবার আসবে ফিরে
বৃষ্টি নিয়ে আসবে সে কি?