প্রকৃতি

হারিয়ে যেতে চাই

মাঝে মাঝে মনটা বড় উদাস হয়ে যায়, কোনও কিছু ভালো লাগে না, নিজেকে বড় একাকী লাগে। তখন মনে হয় যে সব ছেড়েছুড়ে কোনও এক নিরালা জায়গায় চলে যাই যেখানে গিয়ে চুপচাপ বসে থাকি,নিজের সাথে কথা বলি এবং নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। আসলে এই খোঁজাটাই আসল এবং নিজেকে চেনার, নিজেকে জানার একমাত্র উপায়।

হারিয়ে যেতে চাই
নিজেকে খুঁজে পেতে
কোথায়, সে তো জানি না
বলে কয়ে হারানো যায় নাকি?

হারিয়ে গিয়ে কি খুঁজে পাওয়া যায়
হাসি পায় তোমাদের আজব প্রশ্ন শুনে
মানুষ পেয়েও হারিয়ে ফেলে
আবার হারিয়ে ফেলেও খুঁজে পায়
খোঁজার ইচ্ছাটা শুধু থাকতে হবে
এটাই জীবনের নিয়ম
এটাই ধ্রুব সত্য।

সময় নষ্ট করে লাভ নেই
গোছগাছ করে নিতে হবে
যতটুকু ন্যূনতম প্রয়োজন
বলা যায় না সবার মধ্যে থেকেও
হারিয়ে যেতে পারি
নিজের মধ্যে।