প্রকৃতি

ইছামতী

ইছামতীর তীরে দাঁড়িয়ে, একা
দুই বঙ্গের বুক চিরে
তীর তীর করে যাচ্ছে বয়ে
কখনও জোয়ারের টান
কখনও বা ভাটা
ইছামতী তুমিও কি আমার মত একা?

তোমায় দেখেছি বিভিন্ন সময়ে প্রাণভরে
উষাতে, গোধূলিতে, নিঝুম, নিঃশব্দ রাতে
কেন জানি মনে হয় তুমি বড় বিষণ্ণ
চাঁদের আলোয় তোমার জল চিকচিক করে
যেন মনে হয় গাল বেয়ে ঝরছে অশ্রুধারা
বিভাজনের যন্ত্রণায় অহরহ কুঁকড়ে আছো
ইছামতী তুমি বড় বিষণ্ণ, বড় একা।

বুঝি, তুমিও ছিলে একদিন প্রাণোচঞ্চল, উচ্ছ্বল,প্রাণবন্ত
বাঁধনহীন উচ্ছ্বাসে ভেসে যেতে দুকূল বেয়ে
রিনিঝিনি কিনিকিনি বাজত তোমার নূপূরের সুর
দুই বাংলা মাততো সেই সুরের তালে
ভাইয়ের বিভাজনের কলংক আজ তোমার বুকে
তাই ইছামতী সুন্দরী, ইছামতী বিষণ্ণ, ইছামতী একা