যেতে হবে

যেতে হবে সবাইকে একদিন
যেতে হবে না ফেরার দেশে
হয়তো আসবে ফিরে অন্য রূপে
পুরানো লোকেরা কেউ চিনবে না তাকে
পারবে কি সে ও চিনতে
না চেনারই কথা।
যদি না ফেরে জাতিস্মর হয়ে।
যে জীবন গেল পিছু ফেলে
হয়তো থাকবে কিছুদিন প্রিয়জনের মনে
মানুষের হৃদয়ে স্মৃতিতে।
তারপর ধীরে ধীরে সব যাবে হারিয়ে
স্মৃতির পাতা জীর্ণ শীর্ণ হয়ে
মিশাবে ধূলায়
মাটি হয়ে বেঁচে রবে
পৃথিবীর বুকে।