ঝিরঝিরে বৃষ্টি
পাহাড় যেন প্রকৃতির বুকে এক রঙ্গীন ক্যানভাস, ক্ষণে ক্ষণে রুপ বদল করে নিজেকে মোহময়ী করে তোলে। কখনও সে গাঢ় কুয়াশায় ঢেকে থাকে আবার কখনও বা বৃষ্টির জলে ভিজে চিরহরিৎ, ঘন সবুজ। দিনে তার এক রকম রূপ আবার রাতে সম্পূর্ণ আলাদা যেন বিধাতার অতুলনীয় চিত্ররূপ, চিত্রকলা। এক ঝিরঝিরে বৃষ্টির দিনে পাহাড়ের কথা ভেবে এই লেখা।
ঝিরঝিরে বৃষ্টি পড়ছে
ঝিরঝিরে বৃষ্টি থামছে
চারিধার ঢেকে আছে কুয়াশায়
পৃথিবীটা যেন বড় মোহময়
গাছগুলো যেন আছে রাতঘুমে
পথগুলো মেখে আছে কুয়াশা
সূর্য্যটা মাঝে মাঝে উঁকি মারে
মায়াবী প্রকৃতি ডাকে কাছে আয়।
পাহাড়ের বুকে রোজ ভোর হয়
পাহাড়ের বুকে রোজ রাত নামে
কত শত চিত্র আঁকা হয়
কত শত চিত্র মুছে যায়
ঝিরঝিরে বৃষ্টি আর নেই
চারিদিক দেখো কত উজ্জ্বল
উদাস মনটা গেল হারিয়ে
জেগে ওঠে শব্দ, কোলাহল