প্রকৃতি

ঝরা পাতা

ঝরা পাতা কি কিছু বলে যায়?

গভীর রাত, পাতা ঝরার শব্দ
ঝরে যেতে যেতে চুপি চুপি কিছু বলে
হয়ত বা বলে তার জীবনের কিছু গল্প।
কালকের কচি কিশলয় আজ এক ঝরা পাতা
মানব জীবন চক্রের সাথে কি অদ্ভুত মিল,
তাদেরও কি প্রেম হয়, কে জানে?