প্রকৃতি

ঝরা পাতার কান্না

আমি কান পেতে শুনি
শুনি, শুকনো ঝরা পাতার
ঝরে যাওয়ার শব্দ,
বৃন্তচ্যূত হওয়ার শব্দ।

সে শব্দ বড় করুণ
না বেদনার, না আনন্দের
এক অব্যক্ত কাহিনীর মর্ম্মরধ্বনি
আমি কান পেতে তাই শুনি।