ঝরা পাতার সুর
নতুনভাবে সাজানো বাগান
ঝলমলে নিয়নের আলো
রংবেরং এর বাহারী ফুলের গাছ
বাঁধানো পুকুরে পাতা পরার শব্দ
এখানে সেখানে ছড়িয়ে নতুন ভাস্কর্য্য
ঝকঝকে নতুন মসৃণ রাস্তা
যুবক যুবতীদের জমিয়ে আড্ডা
চাওয়ালা ,ফেরীওয়ালাদের আনাগোনা
আলো আঁধারিতে জমকালো পরিবেশ।
এক কোনে বসে এক বৃদ্ধ
হাতে লাঠি কাঁধে এক ঝোলা
মুখে স্মিত হাসি, প্রসন্ন বদনে
স্থির দৃষ্টিতে তাকিয়ে পুকুরের দিকে
কান পেতে শুনছেন ঝরা পাতার গান
একদিনের কচি কিশলয় আজ ঝরা পাতা
জীবনের সাথে বড় মিল যে এর
গুনগুন স্বরে বৃদ্ধও সুর মেলান।