প্রকৃতি

জীর্ণ ইতিহাস

ষুরে সভ্যতার মাঝে, অট্টালিকার জঙ্গলে কখনও সখনও দেখা যায় এক জীর্ণ বাড়ী বা মন্দির যাকে আষ্টেপৃষ্ঠেবেঁধে রেখেছে বট বা অশ্বত্থ গাছের ঝুরি। সে যে কতদিনের পুরানো এবং কত ইতিহাসের যে সাক্ষী সেই জানে।

পুরানো জায়গা, জীর্ণ ঘর বাড়ী
ইতিহাস বুকে নিয়ে আছে বসে
কিছু যেন বলতে চায় তারা
হয়ত বা বলেও
খালি যায় না বোঝা তাদের মৌন ভাষা।

পথের ধার এরকমই এক জীর্ণ সৌধ
হয়ত বা মন্দির ছিলো নতুবা বাসস্থান
বটগাছের ঝুরি রেখেছে বেঁধে আষ্টেপৃষ্ঠে
বলে যেন তাকে নাহি দেব যেতে
শতাব্দী প্রাচীন সৌধ সাক্ষী ইতিহাসের।