প্রকৃতি

জ্বলছে জোনাকি

ছোটবেলার জোনাকিদের শহরের বুকে আর দেখা যায় না, বহুদিন আগেই এই কংক্রীটের জঙ্গল থেকে ওরা হারিয়ে গেছে। কখনও বা পথভোলা একটা জোনাকি যদি বা দেখা যায়, সে মানসিক সুখ বেশীক্ষণ থাকে না, লুকিয়ে পড়ে কোথাও। তবুও তার এই ক্ষণিকের দর্শনে মনে যেন একটা দোলা লাগে, গতানুগতিক এই জীবনে আশার আলো জ্বলে ওঠে আবার।

জ্বলছে জোনাকি
টিপ টিপ করে জোনাকি জ্বলছে
নিশুতি রাতের মায়াবী আলো
বড় সুন্দর বড় মনোহর
জ্বলছে জোনাকি

চাঁদের আলো লাগে বড় ভালো
ছোট্ট জোনাকি সে ও দেয় আলো
ছোট্ট মনের ছোট্ট আশা
এতটুকু ঘর ভরা ভালোবাসা
বাঁচার গান শুনিয়ে ওই
জ্বলছে জোনাকি।

জোনাকির মন, জোনাকির আলো
উদাসী মনে রঙ লাগালো
ক্ষ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর
আজ যে আপন কাল সে যে পর
আঁধার পথে আলোর দিশারী
জ্বলছে জোনাকি।