প্রকৃতি

জ্যোৎস্না মাখা পথ

গভীর রাতের জ্যোৎস্না মাখা পথে
মন হেটে যায় আনমনে একা একা
ধূসর চোখ অতীতের কথা বলে
মানসপটে কত ছবি আছে আঁকা

চারিদিক চুপ শান্ত নিস্তব্ধ
রাতের ফিসফিসানি নিয়নের রুপালী আলো
কুয়াশার চাদরে পৃথিবীটা গেছে ঢেকে
ঘোরের মধ্যে জীবনের বেঁচে থাকা

ধীরে ধীরে প্রকৃতি উঠছে জেগে
পুব আকাশে দিনের সোনালী রেখা
ছন্দে ছন্দে সময় এগিয়ে চলে
রাত ভোর হয় ঘুমের নেই যে দেখা।