রাত তুমি নিকষ কালো
বড্ড কালো ভীষণ কালো।
চুলের রং সেও তো কালো
মুখের শোভা সেই বাড়ালো।
চোখের কাজল, সেও তো কালো,
কাজলা নয়ন, মন জুড়ালো।
শ্যামের চরণ, বটেই কালো,
জগত তাতে উজলা হল।
শ্মশান কালী তিনিও কালো,
পাপী তাপী ধ্বংস হল।
মনের কালো, পাপের কালো,
তারা কিন্তু মুখ পোড়ালো।
রাত তুমি সত্যি কালো,
বড্ড ভালো, ভীষণ ভালো।