কালো পাথর
নিকষ কালো পাথরটা
যাতায়াতের রাস্তায় দাঁড়িয়ে
নড়া চড়া কিছুই করে না
কিছু হয়ত বা বলতে চায়
কিন্তু কখনও বলে না
চুপচাপ পড়ে থাকে একভাবে।
মাঝে মধ্যেই লোকে ঠোক্কর খায়
গালাগালি ও ভীষণ ভাবে দেয়
আবার দেখেছি কিছু লোক
ওকে শিবজ্ঞানে প্রণাম করে, ভেট চড়ায়
কোন কিছুতেই ওর যায় আসে না
পড়ে থাকে জড়ভরতের মতন।
তবে মাঝে মাঝে পাথরটা প্রাণ পায়
আমার ঘুমের মধ্যে এসে বলে
তোরা জীবণ কাটা আমার মতন করে
তবে যদি তোদের জীবনে শান্তি আসে
স্থাণুবৎ হয়ে ওর কথা শুনি
পাথর ও জীবনদর্শন বোঝায় ঘুমের মাঝে।