প্রকৃতি

কাস্তে

আকাশের চাঁদ যদি আসে নেমে
পূর্ণিমার চাঁদ সে তো সুন্দর
প্রেমিকার কপালে হবে আদরের টিপ
একফালি চাঁদ সে যে শাণিত
চাষীর হাতে হবে কাস্তে।

শাণিত চাঁদ হাতে শত শত চাষী
ধান কেটে তুলবে গোলায়
দুবেলা দুমুঠো পাবে অন্ন
আকাশ বাতাস ভরবে না আর
ক্ষুধার্ত শিশুর কান্নায়।

আকাশের চাঁদ যদি নাই থাকে
ক্ষতি তাতে খুব বেশী হবে কি?
শিশুদের চাঁদমামা কোথা গেছে হারিয়ে
চাঁদমামা চেনাবার লোকগুলো
তারা হয়ে জ্বলছে আকাশে