প্রকৃতি

খেয়ালী পাখি

প্রেম বা ভালোবাসা একটি স্বর্গীয় অনুভূতি যা বিভিন্ন রূপে আমাদের জীবনে প্রতিভাত হয়। প্রেম যেন একটি খেয়ালী পাখি, কার জীবনে কখন কিভাবে আসে এবং তার পরিণতি কি তা অনুমান করা অসম্ভব। এই প্রেমরূপী খেয়ালী পাখি খুবই চঞ্চল, কখন যে সে কি করবে বোঝা দায়। কখনও সে আনন্দে উচ্ছ্বল, গান গেয়ে শিষ দিয়ে মাতিয়ে তোলে, আবার কখনও বিষণ্ণ, চুপচাপ কোনও সাড়া-শব্দ নেই। খেয়ালি পাখি মনের ভিতর নিজের মনে বেড়ায় উড়ে।

তোমাদের ভালোবাসা
আমার হৃদয় মাঝে
যেন একটা খেয়ালী পাখি
যে পাখি কথা বলে
গান গায়, শিষ দেয়
আমি একা মনে বসে
তাকে শুনি আর দেখি

কখনও সে বসন্তের সন্ধ্যায়
প্রিয়ার পাশে বসে
প্রেমের কবিতা লেখে
প্রিয়ার আদুরে চোখ
ঠোঁট তার ছুঁয়ে যায়
চারিধার ওঠে মেতে
আনন্দে জ্যোৎস্নায়

চৈত্রের দুপুরে সে
থাকে বসে চুপচাপ
চারিদিক নিঃশ্চুপ, নিঃঝুম
রাখালের উদাসী বাঁশি
সে ও যেন দেয় ঘুম
দূর থেকে আসে ভেসে
মাদলের বাজনা, টাকডুম, টাকডুম