খোঁজা
নিঃসাড়ে ঘুমায় পৃথিবী
নিশুতি রাতের কোলে।
কোন এক রাতজাগা পাখী
নিদ্রাহীন চোখে ডেকে চলে
ঘুমন্ত পৃথিবীকে উপেক্ষা করে।
হুমহুম শব্দে ছুটে যায় যন্ত্রদানব
খানখান করে নৈঃশব্দকে,
আবার নেমে আসে নিস্তব্ধতা
গভীর নিস্তব্ধতা।
রাতজাগা দুটি চোখ
যেন কিছু খুঁজে বেড়ায়,
অন্ধকার, নিস্তব্ধতা, একাকীত্ব
গ্রাস করতে চাইছে তাকে।
প্রাণপ্রাচুর্য্যে ভরা এ জীবন
হতাশার নেই কোনও স্থান,
নিস্তব্ধতা, অন্ধকারের মধ্যেই
সে খুঁজে বেড়ায় সৃষ্টির আনন্দ,
এক্দৃষ্টে চেয়ে থাকে অন্ধকারের দিকে
খুঁজে নিশ্চয়ই পাবে কিছু।