প্রকৃতি

কিশলয়

কচি কিশলয়
কালের স্রোতে জীর্ণ হয়
শীর্ণ হয়ে ঝরে পড়ে যায়।
বলে যায় কত শত কথা,
হয়ত বুকে নিয়ে বহু ব্যথা
পদদলিত, নিস্পেষিত হয়ে
মাটিতে বিলীন হয়’,
অঙ্কুরিত হয় কচি কিশলয়।